আজ

  • বৃহস্পতিবার
  • ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ছাগলনাইয়া ব্যবসায়ী কল্যাণ সমিতির আনন্দ ভ্রমণ

  • ছাগলনাইয়া প্রতিনিধি
  • ছাগলনাইয়া ব্যবসায়ী কল্যাণ সমিতির আনন্দ ভ্রমণ ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে সমাপ্ত হয়েছে। শনিবার সকাল ৯ টায় ছাগলনাইয়া থেকে দুই শতাধিক লোক নিয়ে ১৬টি মাইক্রো বাসের বহর চট্টগ্রামের ফয়’স লেক’র উদ্দেশ্যে রওয়ানা করেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আজিজুল হক ইকবাল ও সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক।

    সকাল থেকে বেলা ৪টা পর্যন্ত ব্যবসায়ীরা ফয়’স লেক’র ভেতরের বিভিন্ন স্থানে আনন্দ ভাগাভাগিতে মেতে উঠেন। পড়ন্ত বিকেলে পতেঙ্গা সমুদ্র সৈকতে গমন করে আনন্দ ভ্রমণের বিশাল বহরটি।

    ছাগলনাইয়া ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে অনুষ্ঠিত আনন্দ ভ্রমণে ছাগলনাইয়া উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, ছলিম উল্যাহ ভুইয়াসহ ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

    আনন্দ ভ্রমণের শেষ পর্বে লাকী কুপন ক্রেতাদের মাঝ থেকে ১৫ জন সৌভাগ্যবানকে লটারীর মাধ্যমে পুরস্কৃত করা হয়।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090