ফেনীতে মেধা উন্নয়ন বৃত্তি পেলো ৫৫ জন কৃতি শিক্ষার্থী। এশিয়ান কলেজের আয়োজনে হোম প্লাসের ব্যবস্থাপনায় আজ শনিবার শহরের একটি মিলনায়তনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের চেয়ারম্যান এম. ইকবাল বাহার চৌধুরী।
বাগেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. শফি উল্লাহর সভাপতিত্বে ও বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের ফেনী জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ এম এ কালামের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন ফেনী সরকারি কলেজ সহযোগী অধ্যাপক ও বাংলা বিভাগের চেয়ারম্যান কাজী রেজাউল হক।
বিশেষ অতিথি ছিলেন বখতারমুন্সি শেখ শহিদুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শাহ আলম, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাবিব রহমত উল্লাহ, খালেদা জিয়া মহিলা কলেজের অধ্যাপক আল মামুন চৌধুরী, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের মহাসচিব মো. সাফায়েত হোসেন, কবি কলামিষ্ট ও সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব ইঞ্জিনিয়ার শাওন আহমেদ, ফেনী কলেজিয়েট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. আব্দুল বারিক, দীপ্ত টিভির প্রতিবেদক ও প্রভাষক আবদুল্লাহ আল-মামুন, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের ফেনী জেলা কমিটির সেক্রেটারি মো. শরিফুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় অভিভাবক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২৫ জনকে ট্যালেন্টপুল ও ৩০ জনকে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়। এ বছরের বৃত্তি পরীক্ষা আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান ও এশিয়ান কলেজ অফিস থেকে ফরম সংগ্রহ করা যাবে জানানো হয়।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি