ফেনীর স্বনামধন্য সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন উম্মাহ ব্লাড ডোনেশান ক্লাবের ২০২৪-২৫ সেশনের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ ২৮ সেপ্টেম্বর শনিবার সকালে সংগঠনটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তেমুহনী তামীরুল উম্মাহ্ ইসলামিয়া আলিম মাদ্রাসা মিলনায়তনে এ কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা বীকন মডেল কলেজের প্রভাষক ও দীপ্ত টিভির প্রতিবেদক আবদুল্লাহ আল-মামুন।
কমিটিতে দিদারুল ইসলামকে সভাপতি, সাগর ইব্রাহীম, জুলফিকার হোসেন, মো. জুয়েলকে সহ-সভাপতি, ছাইদুর রহমান হৃদয়কে সাধারণ সম্পাদক, আব্দুল কাইয়ুম যুগ্ম সাধারণ সম্পাদক, রিয়াদ হোসেন সাংঠনিক সম্পাদক, মো. তাজিম অর্থ ও প্রচার সম্পাদক, সাঈদ হাছান মারুফ মিডিয়া সম্পাদক, হাফেজ মিজানুর রহমান মারুফ ধর্ম বিষয়ক সম্পাদক, মো. রিয়াদ ক্রীড়া সম্পাদক, মো. সোহেল আকরাম মুন রক্ত বিষয়ক সম্পাদক, তাসরিফ ভূইয়াকে সদস্য করা হয়েছে।
দিদারুল ইসলামের সভাপতিত্বে ছাইদুর রহমান হৃদয়ের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উম্মাহ ব্লাড ডোনেশান ক্লাবের উপদেষ্টা জাহাঙ্গীর আলম, ইয়াকুব ফারুকী, অধ্যক্ষ আব্দুল হান্নান, মিশকাত রহমান, সাংবাদিক আমজাদুর রহমান রুবেল, ছালাহ উদ্দিন। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ক্রীড়া সম্পাদক মো. রিয়াদ।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শেষে কেক কেটে উম্মাহ ব্লাড ডোনেশান ক্লাবের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন সংগঠনের সদস্যবৃন্দ।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি