আজ

  • শুক্রবার
  • ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নুসরাত হত্যা মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৩০ জুন

  • নিজস্ব প্রতিবেদক
  • আলোচিত মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ ৩০ জুন ধার্য করেছে আদালত। বৃহস্পতিবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ দিন ধার্য করেন।

    মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান সাজু বলেন, আদালতে বাদী মাহমুদুল হাসান নোমানের আংশিক সাক্ষ্যগ্রহণ করে আদালত। পরে বাদীকে আসামিপক্ষের ৯ আইনজীবী জেরা করেন। বাকি সাক্ষ্যগ্রহণ ও জেরার দিন ৩০ জুন ধার্য করেন। ওই দিন সাত আইনজীবী বাদীকে জেরা করবেন।

    তিনি আরো বলেন, আইনজীবীর মাধ্যমে সব আসামি জামিন আবেদন করলে আদালত পরবর্তী ৩০ জুন জামিন শুনানির দিনও ধার্য করেন।

    এর আগে ২০ জুন আদালত নুসরাতের বড় ভাই ও মামলার বাদী মাহমুদুল নোমান, নুসরাতের দুই সহপাঠী নিশাত ও ফুর্তিকে সাক্ষ্যগ্রহণের জন্য তলব করেন।

    সোনাগাজী ইসলামীয়া সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে ২৭ মার্চ মামলা করেন আলীম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফির মা শিরিন আক্তার। মামলা তুলে না নেয়ায় ৬ এপ্রিল মাদরাসার পাশের ভবনের ছাদে ডেকে নিয়ে নুসরাতের শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা করে একদল মুখোশধারী। পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ১১ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান রাফি।

    সম্পাদনা : এএএম/এমকেএ


    error: Content is protected !! please contact me 01718066090