আজ

  • শনিবার
  • ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে অদম্য বাংলাদেশ-এর আহ্বায়ক কমিটি গঠন

  • নিজস্ব প্রতিনিধি
  • মানবিকতা, সাম্য-সমতা, প্রশিক্ষণ-দক্ষতা ও সৃজনশীলতা- এ চার লক্ষ্যে কাজ করার প্রত্যয় নিয়ে ফেনীতে “প্রতিদিনের বাংলাদেশ’র পাঠক সংগঠন অদম্য বাংলাদেশ-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ২৮ মে রোববার বিকালে ফেনী শহরের ডাক্তার পাড়াস্থ প্রতিদিনের বাংলাদেশ ফেনী প্রতিবেদকের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    জয়নাল হাজারী কলেজের প্রভাষক তৌহিদুল ইসলাম পলাশের সভাপতিত্বে মতবিনিময় সভা সঞ্চালনা করেন প্রতিদিনের বাংলাদেশের ফেনী প্রতিবেদক আবদুল্লাহ আল-মামুন।

    সভায় কবি প্রাবন্ধিক ও সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলমকে আহ্বায়ক ও কবি ও লেখক সাইফুল আলমকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। যুগ্ম আহ্বায়ক হলেন- ব্যবসায়ী ও সংগঠক খোরশেদ আলম বাবলু ও জয়নাল হাজারী কলেজের প্রভাষক তৌহিদুল ইসলাম পলাশ।

    কমিটির অন্য সদস্যরা হলেন- ব্যাংকার মোহাম্মদ ইউসুফ সবুজ, দরবেশেরহাট পাবলিক কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম জনি, সমাজসেবক ইসমাইল হোসেন লিটন, বিএমসি’র প্রভাষক আবুল খায়ের, বিশিষ্ট ব্যবসায়ী মো. সেলিম, শিক্ষক নিমাই মজুমদার, ক্রীড়া সংগঠক সাদ্দাম হোসেন প্রমুখ।

    আহ্বায়ক কবি ও সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, সমাজের সর্বস্তরের মানুষের জন্য কাজ করবে অদম্য বাংলাদেশ। সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়তে অদম্যরা অগ্রণী ভূমিকা পালন করবে। তরুণদের মেধা বিকাশে জ্ঞান, বিজ্ঞান ও প্রগতিশীলতা চর্চার জন্য নানা উদ্যোগ গ্রহণ করবে ফেনী ইউনিট। এ কাজে সবার অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করছি।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090