পবিত্র ঈদুল ফিতর ২০২৪ উপলক্ষে গ্র্যান্ড হক টাওয়ার আয়োজিত র্যাফেল ড্র এর পুরস্কার ঘোষণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গ্র্যান্ড হক টাওয়ার ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে আজ রোববার (২৮ এপ্রিল) বিকেলে গ্র্যান্ড হক টাওয়ার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
এসময় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আইনুল কবির শামীম।
গ্র্যান্ড হক টাওয়ার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক নূর মোহাম্মদ পাটোয়ারী সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গ্র্যান্ড হক টাওয়ারের পরিচালক সামী উল হক শাহীন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম তানজীম, ১০নং ওয়ার্ড কাউন্সিলর খালেদ খাঁন, ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইকবাল আলম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পাটোয়ারী।
গ্র্যান্ড হক টাওয়ার ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য কবি সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্র্যন্ড হক টাওয়ারের পরিচালক ইমন উল হক, শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতান ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি তাজুল ইসলাম ভূঞা, জুম্বা ও তমিজিয়া শপিং সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য সচিব গাজী খালেদ ইমাম জুয়েল প্রমুখ।
এসময় ৫০টি পুরস্কারের টোকেন উত্তোলন করে নাম্বার ঘোষণা করা হয়। প্রথম পুরস্কার মোটরসাইকেল টোকেন নং ১২৪১, দ্বিতীয় পুরস্কার একটি আইফোন ১৩২৮২, তৃতীয় পুরস্কার স্বর্ণের নেকলেস ২২ ক্যারেটের ৭৮৩০০, চতুর্থ পুরস্কার ২২ ক্যারেটের স্বর্ণের চেইন ১৭৯০১,পঞ্চম পুরস্কার একটি ডিপ ফ্রিজ ৮৩২২০, ষষ্ঠ পুরস্কার ওয়াশিং মেশিন ৬৩২০৯, সপ্তম পুরস্কার ৩২ ইঞ্চি এলইডি টিভি ৯৩০৩, অষ্টম পুরস্কার বেবি হোন্ডা ২৩৪৩৭৯, নবম পুরস্কার একটি বাইসাইকেল ৯৮৪, দশম পুরস্কার একটি চার্জার ফ্যান ১৮২৩০৮, ১১তম পুরস্কার ইনডাকশন চুলা ১০৪৪৪৫, (ননস্টিক পাতিল চারসেট) ১২ তম পুরস্কার ৩০৫০৯, ১৩ তম পুরস্কার ১৩১৬০, ১৪ তম পুরস্কার ৫৭৮২৯, ১৫ নং পুরস্কার ১৬০৭৯৫, ১৬তম পুরস্কার ৮২৬৯৬, ১৭তম পুরস্কার ৮১৮৩৪, ১৮তম পুরস্কার ৪০৭৯০, ১৯তম পুরস্কার ১৫০৪৯০, ২০তম পুরষ্কার ১৫৫২৪৪, মোবাইল সেট পাঁচটি।
২১ থেকে ৫০ নং পুরস্কার সান্তনা পুরস্কার ১০০০ টাকার গিফট ভাউচার ৩০ জন। ২১তম ১২৭৭৯৩, ২২তম পুরস্কার ১৩০৯৯০, ২৩তম পুরস্কার ৪৬০৭২, ২৪তম পুরস্কার ২২৩০৫৭, ২৫ তম পুরস্কার ৭৬৩০৯, ২৬তম পুরস্কার ১১৯৮১১, ২৭তম পুরষ্কার ১০০১৪৩, ২৮তম পুরষ্কার ৯৮৭৮৮, ২৯তম পুরস্কার ৯৫৩১০, ৩০ তম পুরস্কার ৫৪৭৪৫, ৩১তম পুরস্কার ৯৬৪১৪, ৩২তম পুরস্কার ৪৯৪৪৪, ৩৩তম পুরস্কার ২৫ ০০৭, ৩৪ তম পুরস্কার ১২৬৩১৭, ৩৫তম পুরস্কার ১৩৩১১৮, ৩৬তম পুরস্কার ১০৫৭১৫, ৩৭তম পুরস্কার ৮১০১১, ৩৮তম পুরস্কার ২৪৭৮ ৩৭, ৩৯তম পুরস্কার ১০০৬৬৮, ৪০তম পুরস্কার ১৯৬, ৪১তম পুরস্কার ৫৯৮০৩, ৪২তম পুরস্কার ৬৭ ৬৪, ৪৩ তম পুরস্কার ১২৫৮৮৪, ৪৪তম পুরস্কার ৫৮৫৬১, ৪৫তম পুরস্কার ৩১১১০, ৪৬তম পুরস্কার ৪৪৭৩৬, ৪৭তম পুরস্কার ৯২৫০২, ৪৮তম পুরস্কার ১০৯৫২৬, ৪৯তম পুরস্কার ৩১৩৭৩, ৫০তম পুরস্কার ২০৮২৪১।
গ্র্যান্ড হক টাওয়ার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক নূর মোহাম্মদ পাটোয়ারী জানান, কয়েক দিনের মধ্যেই পুরস্কারগুলো বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হবে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি