আজ

  • সোমবার
  • ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মহামায়া ও পতেঙ্গা সৈকতে বীকন মডেল কলেজের শিক্ষা সফর

  • নিজস্ব প্রতিনিধি
  • ফেনীর স্বনামধন্য মহাবিদ্যাপীঠ বীকন মডেল কলেজ শিক্ষা সফর গত বৃহস্পতিবার মিরসরাইয়ের মহামায়া ইকোপার্ক ও চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত দর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বীকন মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস.এম মাছুম বিল্লাহ এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

    কলেজের প্রভাষক ও শিক্ষা সফর বাস্তবায়ন কমিটির আহবায়ক আবদুল্লাহ আল-মামুন ও প্রভাষক ইকবাল হোসেন ভূঞার তত্ত্বাবধানে এতে প্রভাষক শাহাদাত হোসেন, জিয়া উদ্দিন চৌধুরীসহ প্রভাষক ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

    শিক্ষা সফরে ছাত্রছাত্রীদের নিয়ে বিনোদনমূলক বিভিন্ন প্রতিযোগীতা ও র‌্যাফেল ড্র পতেঙ্গা সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয়। এতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। শিক্ষা সফর এর অভিজ্ঞতা নিয়ে রচনা প্রতিযোগীতার আহবান করা হয়েছে। রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার প্রদানের ঘোষণা দেয়া হয়েছে।

    শেষে দর্শনীয় স্থান দেখা সাঙ্গ করে শিক্ষা সফরের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে আবার নতুন উদ্যমে শুরু হয়েছে পথচলা।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি


    error: Content is protected !! please contact me 01718066090