আজ

  • শুক্রবার
  • ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে মুসলিম গণহত্যার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল

  • নিজস্ব প্রতিবেদক
  • ভারতে মুসলিম গণহত্যা ও মসজিদে আগুন দেয়ার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ইমাম সমিতি ও তৌহিদী জনতা। ২৮ ফেব্রুয়ারী শুক্রবার জুমার নামাজের পর শহরের বিভিন্ন মসজিদের শত শত মুসল্লীরা এই বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

    বিক্ষোভ মিছিলটি শহরের ট্রাংক রোড থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জহিরিয়া মসজিদ প্রাঙ্গণে সামনে এসে সমাবেশ করে।

    সমাবেশে বক্তারা বলেন, ভারতে মুসলমানদের উপর হামলা, হত্যা ও নির্যাতন করা হলেও ভারতীয় সরকার কোন পদক্ষেপ নিচ্ছেনা। বিশ্বের যেকোন মুসলমানদের উপর হামলা হলে আমরা তার প্রতিবাদ করে যাব। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করছি, আপনি ভারত সরকারকে বলুন মুসলমানদের উপর হামলা বন্ধ করতে পদক্ষেপ নিতে। পরে দেশ, জাতি, সারা বিশ্বের শান্তি ও মুসমানদের রক্ষায় বিশেষ মোনাজাত করা হয়।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি


    error: Content is protected !! please contact me 01718066090