ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে ২৯ ফেব্রুয়ারি শনিবার শুরু হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু হ্যান্ডবল লীগ প্রতিযোগিতা-২০২০। ফেনী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রতিযোগিতায় জেলার ১৩টি ক্লাবের খেলোয়াড়রা অংশগ্রহণ করবে। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে সংবাদ সম্মেলন এসব তথ্য জানান হ্যান্ডবল উপ-কমিটির আহবায়ক নুরুল আফছার কবির শাহজাদা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমীর হোসেন বাহার, সদস্য বাহার উদ্দিন, মো. তৌহিদুল ইসলাম তুহিন, প্রবীন ক্রীড়াবিদ গোলাম হায়দার মজুমদারসহ ফেনীতে কর্মরত সাংবাদিকরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ হ্যান্ডবল লীগ প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করছে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লি. (কিউট)। শনিবার বিকাল ৩টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি মো. ওয়াহিদুজজামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি খোন্দকার নুরুন্নবী, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি