ফেনীর দাগনভূঞায় পৃথক অভিযানে ১ হাজার ৬শ ৭৬ পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে দাগনভূঞা থানা পুলিশ। আটককৃতরা হলেন- উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর জায়লস্কর গ্রামস্থ ধোপা বাড়ীর নুর মোহাম্মদ বাবু (২৭)।
অপরদিকে উপজেলার লতিফপুর গ্রামের মোহাম্মদ সুজনের সিগারেটের প্যাকেট থেকে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সুত্র জানায়, গত বৃহস্পতিবার রাত্র ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর জায়লস্কর গ্রামস্থ ধোপা বাড়ীর নুর মোহাম্মদ বাবু (২৭) এর দেহ ও গৃহ তল্লাশী করিয়া ১ হাজার ৩শ ২৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫টি ফেন্সিডিল এর খালি বোতল উদ্ধার করেন।
এ বিষয়ে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম সিকদার জানান, মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে, এর অংশ হিসেবে এএসআই মানিক চন্দ্র দেবনাথের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি