আজ

  • শুক্রবার
  • ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

৬ মাসে ২৭৬টি সচেতনতামূলক কার্যক্রম করেছে ফেনী জেলা তথ্য অফিস

  • নিজস্ব প্রতিনিধি
  • ২০২১ সালের জুলাই মাস হতে ডিসেম্বর পর্যন্ত ২৭৬টি বিভিন্ন রকম সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে ফেনী জেলা তথ্য অফিস। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে জেলা কার্যালয়ে মতবিনিময়ে এ তথ্য নিশ্চিত করেন জেলা কর্মকর্তা রেজাউল রাব্বী মুনির।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. জসীম উদ্দীন। তিনি বলেন, আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ছেন। জনসচেতনতায় তাই নেয়া হয়েছে বহুবিধ প্রচারণা।
    তিনি জানান, করোনাভাইরাস সংক্রমণ রোধে প্রামাণ্যচিত্র, আলোচনা, পথ প্রচার সবসময় চলছে। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিভিন্ন আয়োজন, নারী সচেতনতা ও ক্ষমতায়নের লক্ষ্যে মহিলা সমাবেশ, জনসচেতনতায় সবচেয়ে বেশি হচ্ছে উঠান বৈঠক। মাদক, জঙ্গিবাদ, ইভটিজিংসহ সামাজিক সমস্যা রোধে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চলছে। প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্যোগের ব্র্যান্ডিংয়ের লক্ষ্যে চলছে কর্মশালা, উঠান বৈঠক।

    জেলা তথ্য কর্মকর্তা জানান, গত ছয় মাসে ফেনীতে চলচ্চিত্র প্রদর্শনী ১শ, সংগীতানুষ্ঠান ৩৯টি, আলোচনাসভা ৩টি, মহিলা সমাবেশ ৩টি, উন্মুক্ত বৈঠক ২৬টি, সড়ক প্রচার করা হয়েছে ১২৫টি।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনীতে কর্মরত গণমাধ্যমকর্মীরা।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090