ফেনীর সোনাগাজীতে অনুমোদন না নিয়ে ব্যবসা করারসহ মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী বিক্রি ও খাদ্যের মূল্য তালিকা না থাকার অভিযোগে সাত ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলার কুঠিরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অজিত দেব।
ইউএনও অজিত দেব বলেন, মঙ্গলবার বিকেলে কুঠিরহাট বাজার এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় বিভিন্ন অভিযোগে জলিল স্টোর ও দেলোয়ার মেডিকেল হলকে পাঁচহাজার করে, আলা উদ্দন স্টোর ও রহমানী স্টোরকে দুইহাজার করে, হাজী স্টোর ও কাশেম ট্রেডার্সকে একহাজার করে এবং আবদুর রব স্টোরকে তিন হাজার টাকাসহ ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বাজারের আরও বেশ কয়েকটি খাদ্য সামগ্রী বিক্রি দোকানীকে প্রাথমিক ভাবে সর্তক করা হয়েছে। অভিযানে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ধরণের খাদ্য সামগ্রী জব্দ করে পরে তা ধ্বংস করা হয়েছে।
অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগীতা করেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি