বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসে কর্মরত ৩য় শ্রেণীর কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণ সংক্রান্ত প্রস্তাব বাস্তবায়নের জন্য কর্মবিরতির অংশ হিসেবে মঙ্গলবার ২৮ জানুয়ারী ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন ৩য় শ্রেণীর কর্মচারীরা।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) ফেনী জেলা শাখার আয়োজনে কর্মচারীরা অফিসে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে ব্যানার নিয়ে তাদের কর্মবিরতি পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) ফেনী জেলা শাখার সভাপতি এ কে এম আবদুল্লাহ ভূঞা, সাধারণ সম্পাদক জয়নাল আবদীন, সাংগঠনিক সম্পাদক কবির আহদমদ, সহ-সাধারণ সম্পাদক মনছুর আলম, সদস্য মাহফুজুর রহমান, মাসুদ পারভেজ, দিলীপ চন্দ্র সাহা, নিখিল চন্দ্র সাহাসহ জেলা উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।
ফেনী ট্রিবিউন/এএএম/এপি/এমএম