ফেনীতে জেলা পর্যায়ে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতার সনদ ও পুরস্কার বিতরণ মঙ্গলবার জেলা পরিষদের ড. সেলিম আল দীন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী।
ইসলামিক ফাউন্ডেশন ফেনীর উপ-পরিচালক মো. মনজুরুল আলম মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঞা ও ইসলামিক ফাউন্ডেশন ফেনীর সহকারী পরিচালক মো. নুরুল আবছার।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন ফেনীর ফিল্ড সুপারভাইজার মনছুর আহমদ পাটোয়ারী, আবদুল হক মজুমদারসহ ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
ক্বিরাত, আযান, হামদ/নাত, ইসলামী জ্ঞান, কবিতা আবৃত্তি, উপস্থিত বৃক্ততা ও রচনাসহ ৭টি বিষয়ে ২০টি গ্রুপে বিজয়ী ৬০ জন শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এপি