ফেনী সদর উপজেলার ফকির হাট আবু বকর উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও ২০২০ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২৮ জানুয়ারি মঙ্গলবার বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা।
বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা দাস, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিম।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ আবদুর শুক্কুর মানিকের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- সাংবাদিক এন এন জীবণ ও বিদ্যালয় পরিচালনা কমিটির বিদ্যুতসাহী সদস্য সানা উল্যাহ ফয়সাল, পরিক্ষার্থী জান্নাতুল নাঈমা।
বিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে হাবিবা ও তানবিন নুসরাত এর যৌথ সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. আলমগীর চৌধুরী।
নবীনদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ ও পরিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। শেষে ২০২০ সালের এসএসসি পরিক্ষার্থীদের সফলতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
ফেনী ট্রিবিউন/এএএম/এপি/এমএম