ফুলগাজীতে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে এক নারী নিহত হয়েছে। তাঁর নাম তফুরা আক্তার (৩২)। তিনি পরশুরাম উপজেলা ইউএনও কার্যালয় একজন নারী অফিস সহায়ক (পিয়ন) হিসেবে চাকুরী করতেন।
সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের নতুন মুন্সীরহাট ফায়ার সার্ভিসের সামনে এ দূঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহতের ভাই নুরুল আফসার জানান, সোমবার রাতে তফুরা আক্তার তাঁর ছেলে তৌহিদুল ইসলামের (১৭) সাথে মুন্সীর হাট থেকে ফুলগাজী যাওয়ার পথে বিপরীত মুখ থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে। পরে স্হানীয় লোকজন তাদের উদ্ধার করে তাদের ফেনী ২৫০ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তফুরা আক্তারকে মৃত ঘোষণা করেন।
নিহত তপুরা আক্তারের ছেলে তৌহিদুল ইসলামের অবস্থা উন্নতির দিকে রয়েছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কুতুব উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত তফুরা আক্তার ফুলগাজী সদর ইউনিয়নের বিজয়পুর এলাকায় একটি ভাড়া বাসা থাকতেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
ফেনী ট্রিবিউন/এএএম/এপি