ফেনীর দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগী ও তাদের স্বজনদের সুবিধার্থে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সহায়’র উদ্যোগে ব্রেস্ট ফিডিং কর্ণার ও বিশুদ্ধ পানি সরবরাহের ফিল্টার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টায় হাসপাতালে ব্রেস্ট ফিডিং কর্ণার ও বিশুদ্ধ পানি সরবরাহের ফিল্টার স্থাপন উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন, দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিম, জেলা সদর হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক মো. দিদারুল আলম ভূঞা, সহায়’র সভাপতি মনজিলা মিমি, সাধারণ সম্পাদক মুহাম্মদ দুলাল তালুকদার।
উল্লেখ্য, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সহায় দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ব্রেস্ট ফিডিং কর্ণার (মাতৃদুগ্ধ পানকক্ষ) ও দুইটি বিশুদ্ধ পানি সরবরাহের ফিল্টার স্থাপন করে।
ফেনী ট্রিবিউন/এএএম/এপি