ফেনী সদর উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে ২০২০ সালের এসএসসি পরিক্ষার্থীদের মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা ২৮ জানুয়ারি মঙ্গলবার বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ.কে.এম শহীদ উল্যাহ খোন্দকার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ডা. বাহা উদ্দিন বাবলু। সিনিয়র শিক্ষক শাহ্ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক দিপালী প্রভা শর্মা ও নুরুল হুদা, দশম শ্রেণীর শিক্ষার্থী ইমতিয়াজ উদ্দিন ও সামিয়া জাহান, পরিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সাজ্জাদ হোসেন, মানপত্র পাঠ করেন দশম শ্রেণীর ছাত্র ইমতিয়াজ উদ্দিন প্রমুখ।
শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও শিক্ষা সামগ্রী দিয়ে বরণ করা হয়। শেষে ২০২০ সালের এসএসসি পরিক্ষার্থীদের সফলতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি