আজ

  • রবিবার
  • ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনী রিপোর্টার্স ইউনিটির নির্বাচন: এনাম সভাপতি, মানিক সম্পাদক, নুরউল্লাহ কোষাধ্যক্ষ

  • সংবাদ বিজ্ঞপ্তি
  • ফেনী রিপোর্টার্স ইউনিটির ২০২১ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় ক্লাব মিলনায়তনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট শাহ জাহান সাজু। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে দৈনিক ফেনীর সময়ের নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক ১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি দৈনিক সময়ের আলো প্রতিনিধি মাইন উদ্দিন পাটোয়ারী কোন ভোট পাননি।

    এর আগে ২১ ডিসেম্বর একক প্রার্থী হওয়ায় সভাপতি পদে দৈনিক নয়াপয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারী, সহ সভাপতি পদে দৈনিক যুগান্তর প্রতিনিধি যতন মজুমদার, সহ সম্পাদক পদে দৈনিক ইনকিলাব প্রতিনিধি ওমর ফারুক, কোষাধ্যক্ষ পদে দৈনিক বনিকবার্তা প্রতিনিধি নুরউল্লাহ কায়সার, নির্বাহী সদস্যপদে জনকণ্ঠ প্রতিনিধি ওছমান হারুন দুলাল, দৈনিক ফেনীর সময় সম্পাদক শাহাদাত হোসেন, সাপ্তাহিক মসিমেলা সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী, দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী, সাপ্তাহিক নির্ভীক সম্পাদক জাফর সেলিম ও এটিএন বাংলা প্রতিনিধি দিদারুল আলম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

    নির্বাচন কমিটির সদস্য ও সুন্দরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর হোসেন জানান, নির্বাচনে ১৮ জন ভোটারের মর্ধ্যে ১৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। বাকী ৫ জন অনুপস্থিত ছিলেন।

    কমিশনের অন্য সদস্য রামপুর সরকারী প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম তুহিন জানান, চমৎকার পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি সার্বিকভাবে সহযোগিতার জন্য সকল সদস্য ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090