ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বন্ধুর বন্ধন ফেনীর উদ্যোগে ফেনী সদর উপজেলা পাঁচগাছিয়ায় অসহায় শীতার্তদের মাঝে শুক্রবার দক্ষিণ কাশিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণী অনুষ্ঠিত হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বি.কম।
কম্বল বিতরণ আয়োজক কমিটির আহবায়ক ও বন্ধুর বন্ধন ফেনীর পৃষ্ঠপোষক মো. শাখাওয়াত হোসেন ভূঞা পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন বন্ধুর বন্ধন ফেনীর প্রধান সংগঠক নাজমুল করিম ভূঞা সুমন, পাঁচগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, বন্ধুর বন্ধন ফেনীর সংগঠক জালাল উদ্দিন বাবলু, কেন্দ্রীয় কমিটির সভাপতি সাফায়েত উল্যাহ, সাধারণ সম্পাদক জি.এম তাজ উদ্দিন পলাশ, পৃষ্ঠপোষক মোশাররফ হোসেন সেলিম, ফেনী সদর উপজেলা কমিটির সহ-সভাপতি রেজাউল হক রেজা, দৈনিক নয়া পয়গাম সম্পাদক এনামুল হক, ঢাকা বিভাগের সাধারণ সম্পাদক তাহের উদ্দিন, পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিরুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য মো. নুর নবী ও দক্ষিণ কাশিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গিয়াস উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন বন্ধুর বন্ধন ফেনীর সংগঠক এম. আনিছুর রহমান, শেখ ফেরদৌস আনোয়ার মজনু, সমাজ সেবক মোশাররফ হোসেন রিপন, আলী হোসেন, মোশাররফ হোসেন ফারুক, নারী ইউপি সদস্য হাজেরা বেগম, বন্ধুর বন্ধন ঢাকা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক কাউছার ফারভেজ, ফেনী সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, সহ-সভাপতি মো. কামুরুজ্জমান, পৌর কমিটির সভাপতি ডা. আমিনুল ইসলাম রাসেল, দাগনভূঞা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মোল্লা, সোনাগাজী উপজেলা কমিটির সভাপতি আলাউদ্দিন খোন্দকার, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খাঁন, পরশুরাম উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কাজী ইয়াছিন, ছাগলনাইয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রফিক আহম্মেদ, ফুলগাজী উপজেলা কমিটির সাবেক সভাপতি শেখ সাদি চৌধুরী, দ্য ডেইলি সানের ফেনী প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, দৈনিক আমাদের নতুন সময়’র ফেনী প্রতিনিধি এম.এমরান পাটোয়ারী প্রমুখ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে বন্ধুর বন্ধনের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা এবং নানা শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় সাড়ে ৩শ অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ। এছাড়া গভীর রাতে ফেনী রেল স্টেশনের ছিন্নমূল শীতার্তদের মাঝেও শীত বস্ত্র বিতরণ করা হবে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি