আজ

  • শুক্রবার
  • ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে স্ত্রীকে উত্যক্তের প্রতিবাদে স্বামীকে পিটিয়ে আহত

  • শহর প্রতিনিধি
  • ফেনী শহরের পশ্চিম ডাক্তার পাড়ায় স্ত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় স্বামী আবদুর রহিম রিমনকে লোহার রড ও ইট দিয়ে পিটিয়ে আহত করেছে বখাটেরা। আহতবস্থায় রিমনকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি ‘রিমন স্যার’ নামে স্থানীয় একটি কোচিং সেন্টারের শিক্ষক।

    আহত রিমনের স্ত্রী ফারিয়া আক্তার জানান, বৃহস্পতিবার রাতে তারা স্বামী-স্ত্রী ফেনী শহরের পশ্চিম ডাক্তার পাড়ায় বাসায় ঢোকার সময় স্থানীয় বখাটে সজিবের নেতৃত্বে একদল যুবক রাস্তায় অবস্থান করে। এসময় রিমনের উপস্থিতিতে বখাটেরা ফারিয়াকে বিভিন্ন অঙ্গ-ভঙ্গি ও যৌন হয়রানির চেষ্টা করে। এতে রিমন বাঁধা দিলে তাকে ইট ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এক পর্যায়ে রিমন অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়লে বখাটেরা পালিয়ে যায়। পরে ফারিয়ার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে তাকে দ্রুত ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ফারিয়া।

    ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. শহিদুল্লাহ জানান, আহত রিমেন শরীরে আঘাতে চিহ্ন পাওয়া গেছে। তবে আশংকামুক্ত তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

    ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত সাজেদুল ইসলাম জানান, স্ত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে আহত করার বিষয়টি অবহিত হয়ে তদন্তে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি


    error: Content is protected !! please contact me 01718066090