ইসলামী আরবী বিশ^বিদ্যালয় ঢাকার অধীনে অনুষ্ঠিত এবারের মাস্টার্স পরীক্ষায় আল হাদিস এন্ড ইসলামিক ষ্টাডিজ বিভাগ থেকে সারা দেশে প্রথম স্থান অর্জন করেছেন ফেনীর ছাগলনাইয়ার আবদুল্লাহ আল মামুন আবরার। গত ১৭ ডিসেম্বর ঘোষিত ফলাফলে সে ঢাকার দারুন্ন্জাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৩.৯৪ (৪.০০) পেয়ে গোল্ডেন জিপিএ ৫ পেয়ে সারাদেশে প্রথম হয়েছে।
তার বাবা বাংলাদেশ জমিয়াতুল মোদারেচ্ছিনের ফেনী জেলা শাখার সভাপতি ও ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হোসাইন আহম্মদ ভূইয়া। তাদের আদি নিবাস কুমিল্লায় হলেও বর্তমানে পশ্চিম ছাগলনাইয়া থানা পাড়ায় তারা স্থায়ীভাবে বসবাস করছেন। এছাড়া আবদুল্লাহ আল মামুন আবরার দাখিল ও আলিমে জিপিএ ৫ এবং ফাজিল (অনার্সে) ৩.৯৭ পেয়ে একই বিভাগে সারাদেশে দ্বিতীয় স্থান অধিকার করেছিল। তার বাবা মাওলানা হোসাইন আহম্মদ ভূইয়া ছেলের কৃর্তিত্বপূর্ণ ফলাফলের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবার কাছে আবরারের জন্য দোয়া কামনা করেছেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি