ফেনীতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন কালীদহ ইউপি সচিব জাকির হোসেন। এছাড়া সাধারণ সম্পাদক হয়েছেন শুভপুর ইউপি সচিব জাহাঙ্গীর আলম।
শনিবার (২৭ মে) দিনভর ফেনী শহরের রাজাঝির দিঘীর পাড়স্থ কালেক্টরেট অফিসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ার প্রতীক নিয়ে ২৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন কালীদহ ইউপি সচিব জাকির হোসেন। অপর প্রতিদ্বন্দ্বী বর্তমান সভাপতি বেলায়েত হোসেন ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে শুভপুর ইউপি সচিব জাহাঙ্গীর আলম আম প্রতীক নিয়ে ২২ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন।
এ পদে তার প্রতিদ্বন্দ্বী সুবল চন্দ্র চন্দ দোয়াত কলম প্রতিকে পেয়েছেন ১৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে চরদরবেশ ইউপি সচিব মো. সালাহ উদ্দিন ফুটবল প্রতিকে ২২ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর প্রার্থী গোলাপ ফুল প্রতিক নিয়ে আবদুল আলিম ১৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা ও স্থানীয় সরকার শাখার উপ প্রশাসনিক কর্মকর্তা জায়নুল আবেদীন বলেন, নির্বাচনে মোট ৪০ ভোটারের সবাই ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর আগে মঙ্গলকান্দি ইউপি সচিব কাজী মিজানুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থ সম্পাদক নির্বাচিত হন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি