আজ

  • মঙ্গলবার
  • ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ফেনী পলিটেকনিকে’ইনস্টিটিউট পর্যায়ে স্কিল কম্পিটিশন’

  • নিজস্ব প্রতিনিধি
  • “একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ” এই শ্লোগানে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে ’ইনস্টিটিউট পর্যায়ে স্কিল কম্পিটিশন’ আজ বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রমজান আলী শিকদার।

    ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন এসেট প্রজেক্ট এর একাউন্টস অফিসার আলী আহসান শিহাব, এফ কে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন ফেনীর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ফরিদ, ফেনী ল্যাবরেটরী হাই স্কুলের প্রধান শিক্ষক মো. শহীদুর রহমান। ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষক পরিষদের সভাপতি জিএম তাজ উদ্দিন পলাশ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

    ’কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ, দরিদ্রমুক্ত সমৃদ্ধ জীবন’ এ প্রতিপাদ্যে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে ও এসেট প্রজেক্ট ডিরেক্টরেট অব টেকনিক্যাল এডুকেশনের অর্থায়নে অনুষ্ঠিত স্কিল কম্পিটিশন ২০২৫ ইনস্টিটিউট এর ছয়টি বিভাগ অংশ নয়।

    এতে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, পাওয়ার, কম্পিউটার ও আর্কিটেকচার ছয়টি টেকনোলজির স্টল স্থান পায়।

    অনুষ্ঠানে স্কিল কম্পিটিশনে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

    সভায় বক্তারা বলেন, কারিগরি শিক্ষা হাতে-কলমে ও বৃত্তিমূলক শিক্ষা। নিজেকে প্রমাণ করার যায় বিশ্বের বুকে যেকোন জায়গায়। আজকের এই আয়োজন তোমাদের মনের মধ্যে একটা জায়গা তৈরি করবে, একটি স্বপ্ন তৈরি করবে।

    একটা সময় বলা হতো বিজনেস করতে টাকা লাগে, এখন বলা হচ্ছে না। আইডিয়া জেনারেট এখন টাকার চেয়ে বেশি কিছু। “আলী বাবা” অনলাইন প্লাটফর্ম শুধু আইডিয়া দিয়ে মিলিয়ন-বিলিয়ন টাকার ব্যবসা করে যাচ্ছে।

    তুমি শুধু একটা স্বপ্ন দেখবে, চিন্তা সাজাবে, আর চিন্তাটাকে বিক্রি করবে। এখানে কোন প্রোডাক্ট বিক্রি হচ্ছে না, আইডিয়া বিক্রি হচ্ছে। আজকের বিশ্বে টিকতে হলে দরকার হাতে কলমে শিক্ষা। না হলে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়তে হবে।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090