ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের এলাহীগঞ্জে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে ছাত্রলীগকে ২-০ গোলে হারিয়ে যুবলীগ বিজয়ী হয়েছে। ২৬ ফেব্রুয়ারি রোববার বিকালে এলাহীগঞ্জ মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলার আয়োজন করেন পাঁচগাছিয়া ইউনিয়নের সাবেক মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এনামুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুন নবী রানা, এলাহীগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল হক মুন্সী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম তালুকদার ও ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা এনামুল হক খোকন।
এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল, এলাহীগঞ্জ বাজার কমিটির সাবেক সভাপতি জয়নাল আবেদীন ক্বারী, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন বাবুল, শর্শদী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আফসার, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন প্রমু, বিশিষ্ট সমাজসেবক আবুল হাশেম, বিশিষ্ট ব্যবসায়ী তসলিম উদ্দিন সুমন, ওয়ার্ড যুবলীগের সভাপতি শফি উল্লাহ, সাধারণ সম্পাদক শাকিল, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শিপন খান প্রমুখ।
ম্যাচ পরিচালনা করেন এবিএম সুমন। খেলায় বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।
ফেনী ট্রিবিউন/এএএম/এপি