আজ

  • শনিবার
  • ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে বঙ্গবন্ধু হ্যান্ডবল লীগ উদ্বোধন শনিবার

  • ক্রীড়া প্রতিবেদক
  • ফেনীতে বঙ্গবন্ধু কিউট হ্যান্ডবল লীগ প্রতিযোগিতা আগামী শনিবার বিকাল ৩টায় ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। ফেনী জেলার ১৩টি ক্লাব দল নিয়ে এই লীগ অনুষ্ঠিত হবে। প্রত্যেক দলে ফেনী জেলার খেলোয়াড়েরা অংশগ্রহণ করবে। প্রতিযোগীতা প্রতিদিন বিকাল ২.৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

    ফেনী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করবেন ফেনী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো.ওয়াহিদুজজামান। বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার ও ফেনী জেলা ক্রীড়া সংস্থা সহ-সভাপতি খোন্দকার নুরুন্নবী, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল।

    মৌসুমী ইন্ডাস্ট্রিজ লি. (কিউট) এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত বঙ্গবন্ধু কিউট হ্যান্ডবল লীগ প্রতিযোগিতা উপলক্ষে আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় ফেনীর সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা জেলা ক্রীড়া সংস্থার (ভাষা শহীদ আবদুস সালাম ষ্টেডিয়াম) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমীর হোসেন বাহার।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090