আজ

  • শনিবার
  • ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

চীনে থাকা ফেনীর শান্তকে নিয়ে উৎকন্ঠায় তার পরিবার

  • নিজস্ব প্রতিনিধি
  • করোনা ভাইরাসে আতঙ্কের মধ্যে চীনের হুবাই রাজ্যে ইউনিভার্সিটির হলে আটকা পড়েছে সিয়াম উন মোরসালিন শান্ত। তার গ্রামের বাড়ি ফেনী শহরের পূর্ব মধুপুর এলাকার জামাল উদ্দিন ভূঞা বাড়ি।

    পরিবার সূত্র জানায়, ২০১৬ সালে স্কলারশিপের মাধ্যমে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য চীনের হুবাই রাজ্যে গিয়েছিল শান্ত। সেখানকার ইছাং সিটিতে চায়না থ্রি গরজেস ইউনিভার্সিটিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছে। হুবাই থেকে দেশটির ১৮৬ কিলোমিটার দূরে উহাং রাজ্যে করোনা ভাইরাস সংক্রমন ছড়িয়ে পড়ে। এটি ভয়াবহ আকার ধারণ করে। এরপর ওই রাজ্যের সাথে অন্য সকল রাজ্যের যোগাযোগ বিচ্ছিন্ন ‘লকডাউন’ করা হয়। এতে করে ইউনিভার্সিটির আবাসিক হলে প্রায় ২২দিন ধরে বন্ধি দশায় সময় পার করছে শান্ত। চলতি বছরের জুলাই মাসে তার দেশে ফেরার কথা রয়েছে।

    সিয়াম উন মোরসালিন শান্ত সুন্দর ও সুস্থভাবে পড়াশোনা শেষ করে দেশে ফিরতে ফেনীবাসীসহ সবার দোয়া কামনা করেছেন তার বাবা শহীদ উল্লাহ ভূঞা ও মাতা শাহানা বেগম, ভাই ফারহান রহমতুল্লাহ ও বোন তামান্না ফারজাহানসহ আত্নীয়-স্বজনরা।

    ফেনী ট্রিবিউন/আরএইচ/এইচআর/এএএম


    error: Content is protected !! please contact me 01718066090