আজ

  • মঙ্গলবার
  • ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ : ৩ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে সংশোধন

  • বিশেষ প্রতিনিধি
  • ফেনীতে ২০১৯ সালের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে গত ২০ জানুয়ারী। আগামী ৩ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে এই তালিকার সংশোধন। এছাড়াও অর্šÍভূক্ত হতে পারবেন বাদ পড়া ভোটাররা। এসব তথ্য নিশ্চিত করেছেন ফেনী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফরোজা পারভিন।

    আফরোজা পারভিন জানান, ভোটার তালিকা আইন ২০০৯ এর ৭(২) ধারা এবং ভোটার তালিকা বিধিমালা ২০১২ এর ১৪(১) বিধি অনুসারে হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। এই ভোটার তালিকা সংশ্লিষ্টদের জন্য উম্মুক্ত করে দেয়া হয়েছে। জেলা নির্বাচন অফিসারের কার্যালয়, সংশ্লিষ্ট পৌরসভা ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হালনাগদকৃত খসড়া ভোটার তালিকা দেখা যাবে।

    উক্ত ভোটার তালিকায় নাম অর্ন্তভূক্তির দাবী, আপত্তি ও সংশোধনীর দরখাস্ত আগামী ৩ ফেব্রুয়ারী পর্যন্ত ব্যক্তিগত ভাবে অথবা ডাকযোগে দাখিল করা যাবে। আগামী ৪ ফেব্রুয়ারী মধ্যে উক্ত খসড়া তালিকা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ফেরত পাঠাতে হবে।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি


    error: Content is protected !! please contact me 01718066090