ফেনীতে মাদক বিরোধী অভিযানে দুই মাদক কারবারীকে এক মাস করে কারাদন্ড প্রদান করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মনিরুজ্জামান।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মনিরুজ্জামান জানান, সোমবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মনিরুজজামান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক শাহীন শওকতসহ মাদক বিরোধী অভিযানে বের হয়। এ সময় শহরের পিটিআই সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে দাগনভূঞা উপজেলার করিমপুর গ্রামের মো.ওয়াজি উল্যাহর ছেলে ওমর ফারুক (২০), নোয়াখালী জেলার আজিজ উল্যাহপুর গ্রামের মো. লিটনের ছেলে মো. শফিক প্রকাশ সাগর (২০) কে প্রায় ২শ গ্রাম গাঁজাসহ আটক করেন। তাদেরকে একমাস করে কারাদন্ড প্রদান করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক তাজ উদ্দিন উপস্থিত ছিলেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি