আজ

  • বুধবার
  • ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি : জুলহাস সভাপতি, তোফায়েল সম্পাদক

  • শহর প্রতিনিধি
  • বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী জেলা শাখার ২০২০ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারী) ঢাকার নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক কাজল হাজরা স্বাক্ষরিত পত্রে ২০২০ সালের অনুমোদন কার্যকরী কমিটি তুলে দেন।

    সম্প্রতি এসোসিয়েশনের ফেনী ট্রাংক রোডস্থ অস্থায়ী কার্যালয়ে সকল সদস্যের সর্বসম্মতিক্রমে জুলহাস তালুকদার (ভিডিও সাংবাদিক সময় টেলিভিশন) কে সভাপতি ও তোফায়েল আহম্মেদ নিলয় (ভিডিও সাংবাদিক এনটিভি) কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ফেনী জেলা কমিটি গঠন করা হয়।

    কমিটির অন্যন্যরা হলেন সহ-সভাপতি এম.এমরান পাটোয়ারী (আমাদের নতুন সময়,ফেনী বার্তা) ও সুরঞ্জিত নাগ (ভিডিও সাংবাদিক বিটিভি), যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আশিকুন্নবী সজীব, (দৈনিক অজেয় বাংলা, কারেন্ট নিউজ), সাংগঠনিক সম্পাদক মীর হোসেন রাসেল (ভিডিও সাংবাদিক সময় টেলিভিশন), দপ্তর সম্পাদক মুহাম্মদ দুলাল তালুকদার (ভিডিও সাংবাদিক ডিবিসি নিউজ), কোষাধ্যক্ষ মিরাজুল ইসলাম মামুন (ভিডিও সাংবাদিক বাংলা ভিশন) প্রচার ও প্রকাশনা সম্পাদক মোজাম্মেল হক লিংকন (ভিডিও সাংবাদিক এটিএন নিউজ) ক্রীড়া সম্পাদক রমিজ উদ্দিন রাজু (চিত্র সাংবাদিক দৈনিক ফেনীর সময়), সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নাজমুল হাসান (ফ্রিল্যান্স ফটোগ্রাফার)।

    কার্যকরী কমিটির সদস্যরা হলেন- মোস্তফা কামাল বুলবুল (বাংলার চোখ), আবদুল্লাহ আল-মামুন (ডেইলি সান, ফোকাস বাংলা), এস.আলম সবুজ (সাপ্তাহিক ফেনীর সমসাময়িক), এসবি সাজু (একাত্তর টেলিভিশন), ইয়াসির আরাফাত রুবেল (সাপ্তাহিক হকার্স), জিয়াউল হক সোহেল (ফেনীর সময়), নাজিম উদ্দিন চৌধুরী (দৈনিক প্রভাতী খবর), কাজী নজরুল ইসলাম সোহাগ (মাসিক হাতে খড়ি), জাহিদ হোসেন রনি (ভিডিও সাংবাদিক যমুনা টেলিভিশন), আরাফাত হোসেন রিয়াদ (ফ্রিল্যান্স ফটোগ্রাফার)।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি


    error: Content is protected !! please contact me 01718066090