জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, রোগ নিয়ন্ত্রণ শাখা (সিডিসি) স্বাস্থ্য অধিদপ্তর কতৃক আয়োজিত ফেনীতে জলাতঙ্ক নির্মূলের লক্ষে ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কর্মসূচীর অবহিতকরণ সভা ২৭ জানুয়ারি সোমবার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- ফেনীর সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এস আর মাসুদ রানা’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, ভাইস চেয়ারম্যান শহীদ খোন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান জোসনারা জুসি ও ফেনী পৌরসভার মেডিকেল অফিসার ডা. কৃঞ্চ পদ সাহা।
জলাতঙ্ক নির্মূলের লক্ষে ব্যাপক হারে কুকুরের টিকাদান এমডিভি সিডিভি কর্মসূচীর সুপারভাইজার মিল্লাতের রহমানের সঞ্চলনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন-সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম, ধলিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার আহম্মদ মুন্সি, মোটবী ইউপি হারুন উর রশীদ এল এল বি, ধর্মপুর ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন শাকা, কালিদহ ইউপি চেয়ারম্যান দিদারুল ইসলাম প্রমুখ।
অবহিতকরণ সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমডিভি সিডিসি কর্মসূচীর কনসালটেন্ট ডা. সৈয়দ মাহমুদ উল্যাহ।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি