আজ

  • মঙ্গলবার
  • ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ছাগলনাইয়ায় মাদক ব্যবসায়ী আটক

  • ছাগলনাইয়া প্রতিনিধি
  • ছাগলনাইয়া থানার পুলিশ মটুয়ার দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী মো. আবুল হাশেমকে (৫৬) রবিবার রাতে পুরাতন আদালত ভবনের সামনের সড়ক থেকে আটক করেছে। এসময় তার নিকট থেকে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

    পুলিশ জানায়, বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে পুলিশের একটি দল ছাগলনাইয়া পুরাতন আদালত ভবনের সামনের সড়ক থেকে গত রবিবার রাত সাড়ে ৯টায় ছাগলনাইয়া পৌরসভার উত্তর মটুয়া গ্রামের সীমান্ত সংলগ্ন পাটোয়ারী বাড়ির মৃত আব্দুর রউফ ভুলু মিয়ার পুত্র এলাকার চিহ্নিত দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী মো. আবুল হাশেমকে ২০ বোতল ফেন্সিডিলসহ আটক করে।

    এ ব্যাপারে এসআই ইয়াছির আরাফাত বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
    ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মো. মেজবাহ উদ্দিন আহমেদ একজন মাদক ব্যবসায়ীকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি


    error: Content is protected !! please contact me 01718066090