আজ

  • শনিবার
  • ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনী পৌর নির্বাচনে মাঠ গোছাচ্ছে আ’লীগ, নিরব বিএনপি

  • আরিফ আজম
  • ফেনী পৌরসভা নির্বাচনকে ঘিরে সাংগঠনিক কর্মকান্ড জোরদার করছে আওয়ামীলীগ। ইতিমধ্যে সভা-সম্মেলনও শুরু হয়েছে। চলছে ঘরোয়া বৈঠক, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে মতবিনিময়। স্ব-স্ব এলাকায় কাউন্সিলর পদে দলীয় সমর্থন পেতে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন কেউ কেউ। অন্যদিকে বিএনপি এখনো নীরব ভূমিকায় রয়েছে।

    দলীয় সূত্র জানায়, ২০১৫ সালের ডিসেম্বর অনুষ্ঠিত বিগত পৌর নির্বাচনে মেয়র এবং ১৮ জন কাউন্সিলর ও ৬ জন সংরক্ষিত নারী সদস্য পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীরা জয়ী হন। চলতি বছরের শেষদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় নির্বাচন আয়োজনের খবরে ভোটের হাওয়া বইতে শুরু করেছে। বিশেষ করে ক্ষমতাসীন দলটি নানাভাবে প্রস্তুতি নিয়ে মাঠে নামছে। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই মাঠপর্যায়ে নেতাকর্মীদের চাঙ্গা রাখতে নানা কৌশল গ্রহণ করেছে। ইতিমধ্যে ওয়ার্ড পর্যায়ে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ সহযোগি সংগঠনগুলোকে নিয়ে যৌথ কর্মী সম্মেলন শুরু করেছে।

    বৃহস্পতিবার পৌরসভার ১০নং ওয়ার্ডে যৌথ কর্মী সম্মেলনের মধ্যে দিয়ে এটি শুরু হয়েছে। সম্মেলনে গিয়ে দেখা গেছে, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির নানা রং-বেরঙের ছবি সংবলিত ফেষ্টুনে সেজেছে সম্মেলনস্থল। নেতাকর্মীরা মেতেছিলেন উৎসবের আমেজে। নিজ নিজ নেতার পক্ষে শ্লোগান দেয় অনুসারীরা। পৌর ছাত্রলীগ সভাপতি ইয়াছিন আরাফাত রাজুর ফেস্টুন ছিল চোখে পড়ার মতো। সম্মেলনে আগত পৌরসভা নেতারাও সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন। এছাড়া নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেন। আগামী রবিবার ১৫নং ওয়ার্ডে যৌথ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্র জানায়।

    এছাড়া পৌরসভার বর্তমান মেয়র হাজী আলাউদ্দিনও বিভিন্ন মসজিদে জুমার নামাজ আদায় করে নিজের সুস্থতা ও পৌর এলাকার উন্নয়নে সবার দোয়া কামনা করেন। পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ওয়ার্ডের প্রবীণ ও নবীন নেতাকর্মীদের খোঁজখবর নেন।

    ভিন্ন চিত্র বিএনপিতে। নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এমন সিদ্ধান্ত না নিলেও ভিতরে ভিতরে অনেকে প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘদিন পর বিএনপির জেলা, পৌর ও সদর উপজেলায় নতুন আহবায়ক কমিটি ঘোষণা হলে অনেকে কর্মসূচীতে সক্রিয় হন।

    পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, নির্বাচন এলে অনেকে মনোনয়ন প্রত্যাশী হন। নির্বাচনে কারা প্রার্থী হবেন সেটি জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির সিদ্ধান্তের উপর নির্ভর করবে। তবে উন্নয়ন ও শান্তির ধারাবাহিকতা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার উপর জোর দিচ্ছেন তারা।

    পৌর আওয়ামীলীগ সভাপতি আয়নুল কবির শামীম জানান, নিজাম উদ্দিন হাজারী এমপির নেতৃত্বে দলের সর্বস্তরে ঐক্য অটুট রয়েছে। আওয়ামীলীগকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী করতে ওয়ার্ড পর্যায়ে যৌথ কর্মী সম্মেলন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    পৌর বিএনপির সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, ইতিমধ্যে প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের জন্য কেন্দ্র থেকে নির্দেশনা দেয়া হয়েছে। সেই আলোকে প্রার্থী বাছাইয়ে নবীন-প্রবীণদের সাথে আলাপ-আলোচনা চলছে।

    জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, বিএনপি সবসময় নির্বাচনমুখী দল। নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে সব প্রস্তুতি রয়েছে। আপাতত দলীয় কর্মসূচী পালনের মধ্য দিয়ে নেতাকর্মীরা সক্রিয় রয়েছে।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090