আজ

  • মঙ্গলবার
  • ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পরশুরামে ঘাসের বস্তায় সাড়ে ৪ লাখ টাকা !

  • নিজস্ব প্রতিবেদক
  • ফেনীর পরশুরামের সীমান্তবর্তী এলাকা থেকে ঘাসের বস্তা থেকে সাড়ে ৪ লাখ টাকা উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। বৃহস্পতিবার বিলোনিয়ার বাউর পাথর থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।

    বিজিবি সূত্র জানায়, ওই দিন সকালে পরশুরাম বিজিবি ক্যাম্পের হাবিলদার মো. রফিকুল ইসলাম টহল দেয়ার সময় বস্তাসহ রতন চন্দ্র সরকার (৫৫) সন্দেহ হয়। পরে বিজিবি সদস্যরা তাকে ধরে বস্তা তল্লাশি করে ঘসের ভেতর থেকে সাড়ে ৪ লাখ টাকা উদ্ধার করেন তাকে আটক করে। সে পরশুরাম পৌর এলাকার সতিশ চন্দ্র সকারের ছেলে। সে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতো।

    বিজিবির হাবিলদার মো. রফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন চন্দ্র সরকার বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে ফেনী শহরের এক ব্যক্তির হয়ে টাকাগুলো নিয়ে আসতেন। পরে ওই ব্যক্তি গাড়ীযোগে পরশুরাম থেকে টাকাগুলো নিয়ে যেতেন। বিগত প্রায় ৬ মাস ধরে তিনি এ কাজ করছেন বলেও জানান। তবে তদন্তের স্বার্থে ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন তিনি।

    ফেনী ট্রিবিউন/ এএএম/এটি/এপি/এমএ


    error: Content is protected !! please contact me 01718066090