ফেনীর ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের আফিয়া খাতুন নামে এক নারীর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জোবায়ের পারভেজ নামে এক যুবক। বুধবার (২৬ জুলাই) বিকেলে ফেনী শহরের একটি হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে গোপাল ইউনিয়নের নিজ কন্জুয়া গ্রামের আফিয়া খাতুনের অপপ্রচারের প্রতিবাদ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জোবায়ের পারভেজের পিতা তাহের আহমদ, চাচা শাহজাহানসহ বাড়ির কয়েকজন বয়োজেষ্ঠ মুরুব্বী।
লিখিত বক্তব্যে জোবায়েদ পারভেজ উল্লেখ করেন, তিনি একজন প্রতিবন্ধী ও ছোট ব্যবসায়ী, নতুন সমিতি বাজার ও বিসিকের রাস্তার মাথায় তার দুইটা দোকান রয়েছে। এর পাশাপাশি মৎস্য খামার আছে, তিনি তার ভাইদের নিয়ে এই ব্যবসাগুলো পরিচালনা করেন। গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পান, তিনি ও তার বাবা, ভাই, চাচা সহ আরো কয়েকজনকে জড়িয়ে আফিয়া খাতুন নামে এক মহিলা সাংবাদিকদের নিকট একটি লিখিত বক্তব্য পাঠ করেন। যা সম্পূর্ণ রূপে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত।
লিখিত বক্তব্যে পারভেজ আরো বলেন, ইতিপূর্বে ২০১৯ সালে পরিকল্পিতভাবে তাকে হত্যা করার জন্য নতুন সমিতি বাজার তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে কিছু দুষ্কৃতিকারী হামলা চালায়। আল্লাহর রহমতে আমি বেঁচে যাই। কিন্তু সে হামলায় যুবলীগ কর্মী সিরাজ ঘটনাস্থলে নিহত হয়। সেই হামলার প্রত্যক্ষদর্শী ও মামলার স্বাক্ষী হওয়ায় এ মামলার আসামি সাবেক চেয়ারম্যান আজিজুল হক মানিক, জামশেদ আলম, বিএনপির ঘোপালের মহসিন ও চর লালার আবু তাহের সাথে মিলিত হয়ে আমাকে বিভিন্ন সময় এ হত্যা মামলার আপোষনামা দেওয়ার জন্য চাপ দিতে থাকে। রাজি না হওয়ায় গত ১ বছরে অসংখ্য মিথ্যা মামলায় জড়িয়ে দেয় এবং হত্যার হুমকি ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমের সেই লিখিত বক্তব্য একটি ষড়যন্ত্রের অংশ। আমি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত ঘোপাল ইউনিয়ন যুবলীগের একজন সক্রিয় কর্মী ও নতুন সমিতি বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক।
তিনি সাংবাদিকদের মাধ্যমে নিজাম উদ্দিন হাজারী এমপি ও ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল এবং প্রশাসনের কাছে আমার জীবনের নিরাপত্তা ও সামাজিক সুনাম রক্ষার জন্য আকুল আবেদন জানান।
লিখিত বক্তব্যে জোবায়েদ পারভেজ আরো বলেন, ওই নারী গত ছয় মাস আগে থেকে বিদেশে থাকা মেহেদী মুজাহিদ ও আরও অনেককে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত বক্তব্য প্রদান করা হয়েছে। বিদেশে থাকা মুজাহিদ কিভাবে বাড়ী থেকে বের করে দেয় ও মাদক ব্যবসা করে। এতে বুঝা যায় এটা মিথ্যা বানোয়াট।
সাংবাদিক ও প্রশাসনের নিকট তিনি আহবান জানান, সরেজমিনে গিয়ে তদন্ত করে দেখুন তাহলেই বুঝতে পারবেন ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি