আজ

  • শনিবার
  • ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অনিয়ম-দূনীতি : ডা. হায়দার ক্লিনিকের ২ লাখ টাকা জরিমানা

  • নিজস্ব প্রতিনিধি
  • ফেনী শহরের পশ্চিম ডাক্তার পাড়ায় অবস্থিত ডা. হায়দার ক্লিনিক (প্রা.) হাসপাতালের ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার বিকেলে ২ ঘন্টাব্যাপী উক্ত ক্লিনিকে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মোতাছেম বিল্লাহ।

    এ সময় ১০ বেডের লাইসেন্স নিয়ে ২০ টি বেড ব্যবহার করার অনিয়ম ধরা পড়ে ক্লিনিকটিতে। এছাড়া এখানে পারমিশন ছাড়াই কেমো থেরাপির নামে ওয়ার্ড খোলা হয়েছে এবং সেখানে কেমো থেরাপিও দেওয়া হয়।

    প্রায় ২০টি বেড পাওয়া গেছে শুধু কেমো ওয়ার্ডে। ওটি আর প্যাথলজিসহ বর্জ্য ব্যবস্থাপনার অবস্থা ভয়াবহ। দীর্ঘ অভিযানে অনুমতির বাইরের বেড,কেমো ওয়ার্ড, ওটি ও প্যাথলজির সচিত্র পাওয়া যায়।

    মেডিকেল প্র‍্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ এর ৩ ও ৯ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৯,৫২ ও ৫৩ ধারা লংঘনের অপরাধে ক্লিনিকের মালিককে দুইলক্ষ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

    এছাড়া তাদের লাইসেন্স আর নবায়ন না করে বাতিলের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রসিকিউটর মো. সেলিম চিশতিয়া (এম ও–উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) কে নির্দেশ দেয়া হয়েছে।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090