ফেনী সদর উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত-কলাম মার্কার সমর্থনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল।
আজ রোববার সন্ধ্যায় ফেনী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের বঙ্গবন্ধু হলে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আইনুল কবির শামীম।
ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট হাফেজ আহাম্মদ, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্লাহ বিকম,
সহ-সভাপতি নিজাম উদ্দিন ভূঞা, ফেনী চেম্বারের সহ-সভাপতি জাফর উদ্দিন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী একে শহীদ উল্যাহ খোন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুর্শিদা আক্তার,
ফেনী ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইকবাল আলম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পাটোয়ারী, ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আবুল কাশেম, জুয়েলারী সমিতির সভাপতি ইসমাইল হোসেন খোকন, হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ওমর ফারুক, মহিপাল ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আলমগীর, শহীদ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. তাজুল ইসলাম, হার্ডওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন জাবের, বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি অনিল নার্থ, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, বিগত ১৫ বছর যাবৎ ফেনীর ব্যবসায়ীরা নিরাপদে ও নির্বিঘ্নে তাদের ব্যবসা-বাণিজ্য করে আসছে। রাজনৈতিক নেতৃবৃন্দ কোন ব্যবসায়ীকে হয়রানি করেনি। ঈদসহ বিভিন্ন উৎসবে রাত দিন একাকার হয়ে কেনাকাটা করে নির্বিঘ্নে বাড়ি ফিরে গেছে মানুষ। কোথায়ও কোন ছিনতাই, চাঁদাবাজির অভিযোগ নেই। এ ধারা অব্যাহত রাখতে দোয়াত-কলম মার্কায় ভোট দিয়ে আগামী দিনের নেতৃত্ব নির্বাচন করার আহ্বান জানান তারা।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি