আজ

  • শনিবার
  • ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে হোম কোয়ারেন্টিন মেনে চলতে সেনাবাহিনীর মাইকিং

  • নিজস্ব প্রতিনিধি
  • ফেনীতে করোনাভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন ও হোম কোয়ারেন্টিন মেনে চলার জন্য সেনাবাহিনীর প্রচার অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে সেনাবাহিনীর একটি পেট্রোল দল সামাজিক সচেতনতার লক্ষ্যে মাইকিং করে নোভেল করোনাভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে করনীয় সম্পর্কে লোকজনকে অবহিত করেন।

    হাটবাজারে সামাজিক দূরত্ব বজায়, জনসমাগম এড়িয়ে চলা, দ্রুত কাজ সেরে বাসায় ফেরা, অহেতুক ঘোরাফেরা না করা, মুখে মাস্ক পরিধান করা, বার বার সাবান পানি দিয়ে হাত ধোয়া, বিদেশফেরত প্রবাসীদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার অনুরোধ জানান তারা।

    এর আগে মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ৩টায় ফেনীতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুমিল্লা সেনানিবাস ২৮ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি অধিনায়ক লে. কর্ণেল আসিফ আজমিন, জেলা পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী, জেলা সিভিল সার্জন ডা. মো. সাজ্জাদ হোসেন, পৌর মেয়র হাজী আলাউদ্দিনসহ জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান প্রধান।

    ফেনী ট্রিবিউন/এএএম/এপি/এটি


    error: Content is protected !! please contact me 01718066090