আজ

  • শুক্রবার
  • ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দাগনভুঞায় করোনা সংক্রমণ রোধে জীবাণুনাশক ছিটানো শুরু

  • শহর প্রতিনিধি
  • করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দাগনভূঞা পৌর শহরজুড়ে জীবাণুনাশক ছিটানোর উদ্যোগ নিয়েছে পৌরসভা। মঙ্গলবার পৌরসভার মেয়র ওমর ফারুক খান এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় পৌরসভার কর্মকর্তা, কর্মচারীগন উপস্থিত ছিলেন।

    পৌরসভা সূত্র জানায়, মঙ্গলবার প্রথম দিনে ১ হাজার লিটার জীবাণুনাশক ছিটানো হয়। পৌরসভা নিজেরাই প্রস্তুত করছে এসব জীবাণুনাশক। পর্যায়ক্রমে বিভিন্ন সড়ক, বিপণি বিতান, সরকারি-বেসরকারি হাসপাতাল, ফুটপাত, অফিস-আদালত প্রাঙ্গণ ও জনসমাগম স্থলগুলোতে ছিটানো হবে।

    পৌরসভার মেয়র ওমর ফারুক খান জানান, ১ হাজার লিটার জীবাণুনাশক তৈরি করে ছিটানো হয়েছিল। করোনা ভাইরাস প্রতিরোধ ও পরিচ্ছন্ন কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শহরের সবকটি এলাকায় এ কর্মসূচি অব্যাহত থাকবে।

    ফেনী ট্রিবিউন/এএএম/এপি


    error: Content is protected !! please contact me 01718066090