ফেনী সদর উপজেলার সামছুদ্দীন ভূঁঞা উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শনিবার দুপুরে স্কুল প্রঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব সাইফুদ্দিন আহমেদ ভূঁঞা নাছির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন সুলতানা।
বিশেষ অতিথি ছিলেন ফেনী প্রেসক্লাবের সভাপতি, ডিবিসি নিউজ ও ডেইলি অবজারভার পত্রিকার ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া। অনুঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন ভূঞা, পরিচালনা পরিষদের সদস্য ও শর্শদি ইউনিয়ন যুবলীগের সভাপতি ইলিয়াছ ভূঁঞা, এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু, শর্শদি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওসমান উদ্দিন রিয়েল।
এসময় উপস্থিত ছিলেন ফেনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, যমুনা টিভি ও আমাদের সময়ের ফেনী প্রতিনিধি মুহাম্মদ আরিফুর রহমান, মোহাম্মদ আলী বাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, আনোয়ার হোসেন, ফারুক হোসেন মজুমদার, নূর হোসেন হোসেন সোহাগ প্রমুখ।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি