ফেনীর ছাগলনাইয়া উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। শনিবার জেলা বিএনপির পক্ষ থেকে ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ও ছাগলনাইয়া পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুর আহম্মদ মজুমদারকে আহ্বায়ক ও ছাগলনাইয়া পৌরসভার সাবেক মেয়র মো. আলমগীরকে সদস্য সচিব করে ৪৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষনা হয়েছে। অপরদিকে মোহাম্মদ ইউছুপ মজুমদারকে আহ্বায়ক ও মোহাম্মদ আবদুল লতিফকে সদস্য সচিব করে ৩৮ সদস্য কমিটি ঘোষণা করা হয়।
ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ছাগলনাইয়া উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,সংগঠনকে গতিশীল করতে আগামী এক মাসের মধ্যে উপজেলার সব ইউনিয়নের এবং পৌরসভার সব ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি