ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ বাজারে জনসাধারণের অভিযোগ শোনা ও পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য ২৪ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩ টায় ‘হ্যালো ওসি’ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
ওইদিন পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত হোসেন থানার অফিস ছেড়ে মানুষের খুব কাছে এসে তাদের অভিযোগ শুনেন এবং তাৎক্ষণিক যেসব সমস্যার সমাধান করা যায় তা সমাধান করেন। এছাড়া বাকি সমস্যা সমাধানের প্রয়োজনীয় আইনী পরামর্শ প্রদান করেন।
পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত হোসেন বলেন, পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই কার্যক্রম অব্যহত চলবে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি