ফেনী সরকারি কলেজের বাংলা বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে আলোচনা সভা ও স্মৃতিচারণের মধ্যে দিয়ে শুরু হয়ে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পর শেষ হয়। সংবর্ধনা উপলক্ষে নবীন-প্রবীণ শিক্ষার্থীদের উপস্থিতিতে কলেজ ক্যাম্পাস মুখরিত হয়ে উঠে। বর্ণিল সাজে সাজানো হয় ক্যাম্পাস।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান কাজী মোহাম্মদ রেজাউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোক্তার হোসাইন, বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ দেলওয়ার হোসেন, সম্পাদক মো. জয়নাল আবেদীন, বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মো. হুমায়ুন কবীর, সংবর্ধনার আহবায়ক ফারজানা খানম মুক্তা, প্রভাষক মর্জিনা আক্তার, প্রাক্তন শিক্ষার্থী ইকবাল হোসেন, মুহাম্মদ আরিফুর রহমান, আবুল কালাম আজাদ, আশরাফুল হক আরমান, মাহবুবুল আলম, মীর মোহম্মদ মোর্শেদ, আব্দুল্লাহ আলম মামুন, বেলায়েত হোসেন, তাহসীন ফরহাদসহ নবীন-প্রবীণ ও প্রাক্তণ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
সঞ্চালনা করেন শিক্ষার্থী সাজেদা আমানী ও আবদুস সোবহান রনি।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি