ফেনীর মাঠে ফেনীর ঘাটে
সতেজ স্মৃতি নিরব হাটে।
বিজয়সিংহ দীঘির ঠাটে
ক্লান্ত সূর্য গেছে পাটে।
দীঘির দেহে দীঘল মায়া
জলের তলে অনেক কায়া।
নি:স্তরঙ্গ জলে ভাসে
একটু ছোঁয়ায় বড্ড হাসে।
শুনছো দীঘি এই যে বলি
তোমায় ছোঁয়া পথে চলি।
আধার কেটে আলো খুঁজি
তোমার জলে হই গো শুচি।
এই যে দীঘি বন্ধু হবে?
বসবো ঘাটে গল্প ক’বে।
আমার মনে তোমার কায়া
তোমার দেহে হবো ছায়া।
(নভেম্বর ২৫/’২০)
ছবি: ফেনীর বিজয়সিংহ দীঘি, নভেম্বর ২৩/’২০