আজ

  • মঙ্গলবার
  • ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে বৈদেশিক কর্মসংস্থান শীর্ষক সেমিনার

  • নিজস্ব প্রতিনিধি
  • জেনে বুঝে বিদেশ যাই অর্থ, সম্মান দুটোই পাই এ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার মঙ্গলবার ফেনী জেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।

    সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ কে শহীদ উল্লাহ খোন্দকার, সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা দাশ ও উপজেলা প. প. কর্মকর্তা ইফতেখার আহমেদ চৌধুরী।

    স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ফেনীর সহকারী পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন। প্রবন্ধ উপস্থাপন করেন টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন মোল্লা।

    অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ফেনী মডেল থানার তদন্ত কর্মকর্তা ওমর হায়দার, ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করিম উল্লাহ বি.কম,ফেনী জেলা ট্রাভেল এজেন্ট এর সভাপতি আবু আল আনছারী প্রমুখ।

    সেমিনারে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জোসনা আরা জুসি, কৃষি কর্মকর্তা নাসরীন আক্তার, কাজিরবাগ ইউপি চেয়ারম্যান এডভোকেট কাজী বুলবুল আহমেদ সোহাগ, ধলিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার আহম্মদ মুন্সি, শর্শদি ইউপি চেয়ারম্যান জানে আলম ভূঁঞা, প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তারা অংশ নেন।

    প্রসঙ্গত; বাংলাদেশ থেকে বৈধ ও অবৈধ উপায়ে ১৫৪টি দেশে দেড় কোটি মানুষ আর্থিক উপার্জনের জন্য বিদেশে রয়েছেন।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090