জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মদিন উদযাপন করেছে “বলপয়েন্ট” সাহিত্য সংগঠন।
আজ (২৫ মে) সন্ধ্যায় ফেনীর গ্র্যান্ড হক টাওয়ারে দ্রোহ প্রেম বিরহের কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্ম জয়ন্তীতে সাহিত্য সংগঠন “বলপয়েন্ট” পুষ্প অর্পণ করে। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক খ্যাতিমান কবি ও লেখক ড. আবু হেনা আব্দুল আউয়াল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি মুকুট চৌধুরী, কবি ইকবাল আলম, কবি জাহাঙ্গীর আলম, কবি সবুজ তাপস, কবি ফজলুল মল্লিক, কবি সুমন ইসলাম, কবি সাইফুল আলম, সাংবাদিক আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।
ড. আবু হেনা আব্দুল আউয়াল কবি নজরুলের স্মৃতিচারণ ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করেন। সংক্ষিপ্ত আলোচনায় তিনি নজরুল পাঠের প্রয়োজনীয়তার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে কবির আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন কবি শাহ আলম। শিল্পী জামশেদ ইকবালের কণ্ঠে কবির লেখা “আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান” সঙ্গীতটি পরিবেশিত হয়।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি