করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ফেনী শহরজুড়ে জীবাণুনাশক ছিটানো অব্যাহত রয়েছে। বুধবার পৌর মেয়র হাজী আলাউদ্দিন বিভিন্ন স্থানে স্প্রে ছিটিয়েছেন। এ সময় প্যানেল মেয়র নজরুল ইমলাম স্বপন মিয়াজীসহ কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তাগ-কর্মচারীগন উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার থেকে পৌরসভা সম্মুখস্থ সড়কে সবকটি যানবাহনে জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম শুরু করেন প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার।
পৌরসভা সূত্র জানায়, পৌরসভা নিজেরাই প্রস্তুত করছে এসব জীবাণুনাশক। পর্যায়ক্রমে বিভিন্ন সড়ক, বিপণি বিতান, সরকারি-বেসরকারি হাসপাতাল, ফুটপাত, অফিস-আদালত প্রাঙ্গণ ও জনসমাগম স্থলগুলোতে ছিটানো হবে।
পৌরসভার মেডিকেল অফিসার ডা. কৃষ্ণপদ সাহা জানান, করোনা ভাইরাস প্রতিরোধ ও পরিচ্ছন্ন কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শহরের সবকটি এলাকায় এ কর্মসূচি অব্যাহত থাকবে।
ফেনী ট্রিবিউন/এএএম/এপি