আজ

  • শুক্রবার
  • ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুলগাজীতে বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মো. স্মৃতি ফুটবলের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

  • ফুলগাজী প্রতিনিধি
  • ফেনীর ফুলগাজীতে উৎসব মূখর পরিবেশের মধ্যে ফুলগাজী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত গোলাম মোহাম্মদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নস্থ কমুয়ায় উত্তর শ্রীপুর মৌচাক ক্লাব আয়োজিত এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

    বীর মুক্তিযোদ্ধা মাস্টার জাফর আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আলিম। বীর মুক্তিযোদ্ধা মাস্টার কাজী গোলাম মোহাম্মদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার।

    মো. মোর্শেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন দরবারপুরের ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার, মুন্সীরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী গিয়াসউদ্দিন মিন্টু,সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান, দরবারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওমর মিয়া, ফুলগাজী ইউনিয়ন আওয়ামী লীগের সাঃ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কাজী সালাউদ্দিন ঝন্টু প্রমুখ।

    ফাইনাল খেলায় মুন্সীরহাট তারালিয়া স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দরবারপুর ইউনিয়নস্থ চকবস্থা একাদশ জয়লাভ করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিজয়ী খেলোয়াড় ও রানার্সআপ দলকে ট্রপি ও নগদ অর্থ প্রদান করে। এর পুর্বে উত্তর শ্রীপুর মৌচাক ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুল দিয়ে অনুষ্ঠানে আগত অতিথিদের বরণ করা হয়।

    জানা গেছে, উত্তর শ্রীপুর মৌচাক ক্লাবের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা মাস্টার কাজী গোলাম মোহাম্মদ স্মৃতি ফুটবল খেলায় উপজেলার বেশ কয়েকটি দল অংশ গ্রহণ করে।

    উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মাস্টার কাজী গোলাম মোহাম্মদ দীর্ঘ কয়েক বৎসর যাবৎ ফুলগাজী থানা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রয়াত এই নেতার স্মরণে ফুলগাজী উপজেলার মৌচাক ক্লাব কর্তৃক প্রতি বৎসর ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090