বারো বছরের ছেলে শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের নাম মো. ইয়াছিন আরাফাতকে (২৮)। স্থানীয়রা তাকে আটক করলে তাকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউজ্জামান।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাটি ঘটেছে ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়িয়া এলাকার একটি মাদ্রাসায়। বলাৎকারের শিকার ঐ শিশুটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
এ ঘটনায় দুপুরে শিশুর বাবা বাদী হয়ে শিক্ষক ইয়াছিন আরাফাতকে আসামি করে সোনাগাজী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত শিক্ষক ইয়াছিন আরাফাত নোয়াখালী জেলার সুর্বণ চর এলাকার বাসিন্দা।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি