আজ

  • বুধবার
  • ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে ভারতীয় হুইস্কিসহ মাদক ব্যবসায়ীকে আটক

  • নিজস্ব প্রতিনিধি
  • ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় আমদানী নিষিদ্ধ ২৬ বোতল হুইস্কি (মদ) সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

    ফেনীস্থ র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মো. নুরুজ্জামান জানান, র‌্যাব গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ে চট্টগ্রামের দিকে নিয়ে যাওয়ার জন্য ফেনী সদর থানার মোহাম্মদ আলী বাজারস্থ এস রহমান ফিলিং এন্ড সিএনজি স্টেশন এর সামনে ঢাকা-চট্টগ্রামগামী মহাসড়কের উপর অবস্থান করছে। ২৫ ফেব্রুয়ারি রাত ১টায় র‌্যাব এর একটি দল মোহাম্মদ আলী বাজারস্থ এস রহমান ফিলিং এন্ড সিএনজি স্টেশন এর সামনে ঢাকা হইতে চট্টগ্রামগামী মহাসড়ের উপর পৌছানো মাত্রই একজন ব্যক্তি একটি প্লাষ্টিকের বস্তা নিয়ে দৌড়াইয়া পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরা আসামী মোঃ রফিকুল ইসলাম (৬০), পিতা মৃত দারু মিয়া, সাং সোনাইছা, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লাকে আটক করে।

    পরবর্তীতে আটককৃতকে তল্লাশী করে সাথে থাকা একটি প্লাষ্টিকের বস্তার ভিতর হতে আমদানি নিষিদ্ধ ২৬ বোতল হুইস্কি (মদ) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্র্যের আনুমানিক মূল্য ১৩ হাজার টাকা।

    আটককৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

    ফেনী ট্রিবিউন/এএএম/এপি


    error: Content is protected !! please contact me 01718066090